মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
এই নিউজ গত ৬ ফেব্রুয়ারী বৃ্হস্পতিবার প্রচারের পর বাদি পায়েল ডিসি কোর্টে দরকারী কাজে গেলে আজ ১০/০২/২৫ ইং তারিখে ১ং আসামী সাবু ডিসি কোর্ট চত্বরে বাদী পায়েলকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এই মামলা এবং নিউজ করা থেকে সরে আসার জন্য বলে এবং বাদী পায়েলকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। বর্তমানে পায়েল ও তার পরিবার ভীত সন্ত্রস্ত অবস্থায় জীবন যাপন করছেন, এবং বাদী পায়েল আমাদের জানান তিনি বিচারের দাবিতে কোর্টে মামলা করতে গেলেও কোর্ট মামলা নিতে নারাজ প্রকাশ করেছেন। তার বক্তব্য যে, কে-বা কোন শক্তির বলে আসামি সাবু একজন মাদক ব্যবসায়ী হয়েও বর্তমানে সে এই ধরনের কার্যকলাপ করছে জানতে চাই প্রশাসনের কাছে, তিনি আরও বলেন, আমি ও আমার পরিবারের নিরাপত্তা কোথায় পাবো তা জানিনা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539