
মোঃ বিজয় চৌধুরী
দেশের নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট অঙ্গীকারপ্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। দেশের অন্তর্গত কোনো সন্ত্রাসী কার্যকলাপের প্রবেশাধিকার দেবেন না বলেই তিনি স্পষ্ট বার্তা দিতে বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আমাদের চূড়ান্ত অগ্রাধিকার। বাংলাদেশের মাটিতে এ ধরনের কার্যক্রমের কোনো স্থান নেই; সন্ত্রাসীদের নির্মূল করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”
আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত একটি বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসনের সঙ্গে সাক্ষাৎ করেন। চার দশকের মধ্যেও চলমান বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনার পাশাপাশি নানা পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও উঠে আসে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেকবসন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সংস্কারবাদী প্রকল্প ও গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন নিশ্চিত করেন, যা আগামী বছরের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠন কমিশনের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে ধারণা শেয়ার করেন। তিনি জানেন, “কমিশনটি, অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে, গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত গড়ে তোলার কাজটি অত্যন্ত আন্তরিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
এইভাবেই দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব উদ্বেগহীন নয়; সন্ত্রাসবাদের বিরুদ্ধে অটুট অঙ্গীকারের প্রতিবিম্ব স্পষ্ট করে তুলে ধরে প্রধান উপদেষ্টা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539