মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া কুমারখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে বালুঘাটে প্রায় এক লাখ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গিয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপিতলা গড়াই নদ ঘাটে এ ঘটনা ঘটে। ডাকাতি শেষে পাঁচটি ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ডাকাত দলের সদস্যরা চলে যায় বলে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য।
জিলাপিতলা বালুঘাটের ব্যবস্থাপক এনামুল হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে চারটি মোটরসাইকেলে ৭–৮ জন ব্যক্তি বালুঘাটে আসে। তাদের মাথায় হেলমেট ও হাতে শটগান ছিল। সে সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে। ড্রয়ারে থাকা প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন নিয়ে দ্রুত চলে যায় তারা। যাওয়ার সময় ডাকাতেরা পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।
এনামুল হোসেন আরো বলেন, প্রায় দুই কোটি টাকা দিয়ে পাউবো থেকে বালুঘাট ইজারা নেওয়া হয়েছে। বালুঘাটের দখল নেওয়ার জন্য এ ঘটনা ঘটতে পারে। তিনি থানায় মামলা করবেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান শেখ বলেন, এলাকাবাসীর মাধ্যমে জিলাপিতলা বালুঘাটে গুলির ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাবেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539