মো: সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের পদত্যাগের দাবিতে হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে পরিষদ চত্বর। রবিবার (২৭ জুলাই) সকাল থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় কিছু ছাত্র-জনতা ও এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা পরিষদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সেবা প্রাপ্তিতে হয়রানি, ভাতা ও টিসিবি পণ্য পেতে অর্থ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। একাধিক ব্যক্তি দাবি করেন, অভিযোগ করায় তাঁদের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়েছে।
স্থানীয়রা জানান, পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন ও বিভিন্ন সরকারি সুবিধা পেতে ঘুষ দিতে হয়। কিছু নাগরিক জানান, তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়নি। এছাড়াও পরিষদে রাত পর্যন্ত সন্দেহজনক কার্যক্রমের অভিযোগ তোলেন অনেকে।
অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন বলেন, “পরিষদে কাউকে মারধর করা হয়নি। ভাতার তালিকা কমিটির সিদ্ধান্তে করা হয়। কেউ যদি কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ দেয়, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539