দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ ডেস্ক:
লাকসাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক কালবেলা লাকসাম প্রতিনিধি ও জাগো নিউজের সম্পাদক আবুল কালামকে ফেসবুক লাইভে প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়ার ঘটনায় দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পরিবার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে।
হুমকির পর সাংবাদিক আবুল কালাম নিজের নিরাপত্তার কথা উল্লেখ করে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এটি শুধু একজন সংবাদকর্মীর ওপর আক্রমণ নয়—এটি সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপরে সরাসরি আঘাত।
আমরা দেখছি, বর্তমানে দেশের নানা প্রান্তে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা, মিথ্যা মামলা ও অপপ্রচার ভয়াবহভাবে বেড়ে চলেছে। কোথাও মাঠে কাজ করতে গেলে বাধা, কোথাও আবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরাসরি হুমকি! এই ধারাবাহিক সন্ত্রাস ও নির্যাতন সাংবাদিক সমাজকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে।
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
পাশাপাশি আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন-এর সাথে একাত্মতা ঘোষণা করছি।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই — যারা সাংবাদিকদের হুমকি দেয়, তারা দেশবিরোধী শক্তি।
আমাদের দাবি:
১. সাংবাদিক আবুল কালামকে হুমকি দানকারীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।
২. সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হোক।
৩. সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হোক।
আমরা সতর্ক করছি — একজন সাংবাদিকের কণ্ঠ রোধ মানেই জনগণের কণ্ঠ রোধ। গণতন্ত্রে এমন সন্ত্রাস মেনে নেওয়া যায় না।
দৈনিক দক্ষিণের অপরাধ সংবদ।
সম্পাদক মোহাম্মদ বাহাদুর চৌধুরী।
সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধার সন্তান।
২৭/৭/২০২৫
০১৩২৩০০২৩৭৭
-
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539