
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
বোচাগঞ্জ উপজেলার আটগাও ইউনিয়নের মনিপুর গ্রামের বসবাসকারী নিলা রানী কর্তৃক নির্যাতনের শিকার সাবেক ইউপি সদস্য বাবুল ইসলাম সনাতন ধর্মের মানুষের প্রতি আকুতি জানিয়ে বলেছেন, আপনারা এলাকায় এসে তদন্ত করুন। আমি যদি অপরাধী হই আমার বিচার করবেন, আর নিলা রানী যদি অপরাধী হয় তার বিচার করবেন। অনুসন্ধানে জানাগেছে, সাংসারিক অভাব অনটনের কারণে গত এক সপ্তাহ পুর্বে বাবুল ইসলাম তার গৃহ পালিত একটি খাসি প্রতিবেশী শেফালী রানীর শাশুড়ীর কাছে বিক্রয় করে। তারা বাবুল ইসলামকে খাসির সম্পূর্ণ টাকা দিয়েছিল, কিন্তু খাসি নিয়ে যায়নি। বাবুল ইসলাম গত ২৩ জুলাই বৃহস্পতিবার বিকালে সেই খাসি শেফালী রানীর বাসায় পৌছে দিতে যায়, তখন নিলা রানী তার বাড়ির ছাদ থেকে শেফালী রানীর বাসায় বাবুলকে দেখতে পায়। এই বিষয় নিয়ে নিলা রানী প্রতিবেশী বৃদ্ধা চাচি ফিরোজা বেগমের কাছে শেফালী ও বাবুলের নামে মিথ্যা অপবাদ ছড়ায়। তাৎক্ষনিক বাবুল বিষয়টি জানার পর নিলা রানীকে বলে তুমি কেন আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছো, তুমি কি কখনো আমাকে এধরণের খারাপ কাজে লিপ্ত হতে দেখেছ। তুমি যদি দেখে থাক তাহলে তোমাকে মসজিদ ঘরে ঢুকে এই কথা বলতে হবে। এখন মাগরিবের সময় হয়ে আসছে আমি মসজিদে আযান দিতে যাব। তুমিও চলো। তখন নিলা রানী মসজিদে না গিয়ে তার বাড়ীর পথে যাওয়া শুরু করে। তখন বাবুল ইসলাম আত্তি করলে নিলা রানী বাবুল ইসলামের পড়নের লুঙ্গি টান দিয়ে খুলে তার অন্ডকোষ হাত দিয়ে চিপে ধরে। অনেক চেষ্টা করার পরও নিলা রানী অন্ডকোষ ছেড়ে দেয়নি। এক পর্যায়ে বাবুলের অন্ডকোষের মাংষ ছিড়ে যাওয়ার পর নিলা রানীর হাত থেকে সে প্রাণে রক্ষা পায়। এসময় বাবুলের চিৎকার শুনে তার ছেলে মুন্না এগিয়ে আসলে তাকে নিলা রানীর দুই পুত্র ও তাদের আত্মীয় স্বজনরা বাঁশের লাঠি দিয়ে এলোপাথারী মারপিট করে মুন্নার হাতের আংগুল ভেঙ্গে দেয়। বাবুলের দুই ভাই বাপ বেটার রক্তাক্ত অবস্থা দেখে রাগের মাথায় নিলা রানীকে লাথি ও চর থাপ্পর মারে। গাছের সাথে নিলা রানীর আঘাত লেগে মাথা ফেটে যায়। এ বিষয়ে বাবুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে, নিলা রানী তার অপরাধ কর্মকান্ডকে ধামা চাপা এবং সনাতন ধর্মের মানুষের সহানুভূতি পাওয়ার জন্য পরিকল্পিত ভাবে তাকে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাসহ অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বাবুল ও তার পরিবারকে সনাতন ধর্মের মানুষের কাছে খারাপ বানানোর পাশাপশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম সুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ থাকে যে, নিলা রানীর ছোট দেবর অচিন্ত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। আওয়ামীলীগে ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ভাবী নিলা রানী এলাকায় দাদন ব্যবসার নামে অনেক নিরিহ মানুষের উপর নির্যাতন চালিয়েছে এবং এখন ও চালাচ্ছে।
বাংলাদেশসহ সারা পৃথিবীর মানুষ সব সময় নারী নির্যাতন রোধ এবং নির্যাতন কারীর সাস্তির বিষেয়ে সরব থাকে, কিন্তু নারী দ্বারাও যে সমাজে পুরুষ নির্যাতনের শিকার হয় বাবুল ইসলামের অন্ডকোষের মাংস ছিড়ে নেয়া নিলা রানী তার জলন্ত প্রমাণ হতে পারে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী ব্যাক্তিদের আইনের আওতায় এনে সকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539