পটুয়াখালী প্রতিনিধি | দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ:
পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অন্তর্গত চর বাংলা গ্রাম বর্তমানে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ঘন ঘন জোয়ারের পানিতে গ্রামটি একেবারে নিমজ্জিত হয়ে পড়েছে, ফলে স্থানীয়রা চরম দুর্ভোগ আর জীবন শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।
চর বাংলার মানুষ বলছেন, প্রায় প্রতিদিনই জোয়ারের সময় পানির তোড়ে বসতঘর, রাস্তাঘাট ও কৃষিজমি তলিয়ে যাচ্ছে। শিশু, বৃদ্ধ, নারী—কেউই নিরাপদ নন। অনেকেই বাধ্য হয়ে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছেন, কেউ আবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
স্থানীয় এক বাসিন্দা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের গ্রামের ঘরবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর সব পানির নিচে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে হয়তো এই গ্রামই মানচিত্র থেকে হারিয়ে যাবে।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে চর বাংলার মতো অনেক নিচু এলাকাই এখন ঝুঁকির মধ্যে রয়েছে। অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও দ্রুত ত্রাণ সহযোগিতার দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে এলাকাবাসীর জোর দাবি, চর বাংলা গ্রামকে রক্ষায় যেন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়, নতুবা আগামী দিনের প্রজন্ম হয়তো আর এই গ্রামের নামই শুনবে না।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539