মেহেদী হাসান হৃদয়
ঢাকা, ২২ জুলাই ২০২৫: বিএনপি ও জামায়াতে ইসলামীসহ চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (আজ) রাত ৯টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, চলমান রাজনৈতিক সংকট, সাম্প্রতিক বিমান দুর্ঘটনা এবং তা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের প্রেক্ষাপট তৈরি হয় গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়। ওই ঘটনার প্রতিবাদে আজ সচিবালয় ও উত্তরায় ব্যাপক বিক্ষোভ হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। আজকের বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা সংশ্লিষ্ট ইস্যুগুলোর দ্রুত সমাধানে গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539