মোঃ বিজয় চৌধুরী
উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ ১৯ জনের মর্মান্তিক মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোক ও ক্ষোভের ঢেউ। ঘটনার প্রতিবাদে আজ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।
বিক্ষোভকারীরা সচিবালয়ের মূল ফটক ঘেরাও করলে সকালে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সব গেট। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনা সদস্য।
‘বিচার চাই, বাঁচতে চাই’— রাজপথে কাঁদছে প্রজন্ম
মিছিল-স্লোগানে মুখরিত হয় রাজধানীর সড়কগুলো। শিক্ষার্থীদের কণ্ঠে ছিল ক্ষোভ আর চোখে শোক। তারা বলছে—
“আমরা আর নিছক তদন্তে বিশ্বাস করি না। আমরা জবাব চাই। কেন আমাদের ভাইবোনরা পড়তে গিয়ে প্রাণ হারাবে?”
একজন শিক্ষার্থী বলেন,
"শিক্ষাপ্রতিষ্ঠান যেন আর মৃত্যুকূপ না হয়— এই দাবি নিয়ে আমরা রাস্তায়।”
সকাল থেকে সচিবালয় চত্বরে নিরাপত্তা জোরদার করে প্রশাসন। বিক্ষোভকারীরা একাধিক গেটের সামনে অবস্থান নিলে সবার প্রবেশ-প্রস্থান বন্ধ করে দেওয়া হয়। সরকারি দপ্তরগুলো কার্যত অচল হয়ে পড়ে।
সেনা মোতায়েন, পুলিশের সতর্ক অবস্থান
ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়,
"পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিতে।”
তবে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে একটাই বার্তা ছড়িয়ে দেয়—
‘শোক চাই না, নিরাপত্তা চাই’।
প্রসঙ্গত, ২১ জুলাই দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হন। আহত হন অন্তত ১৬৪ জন। এই ঘটনায় দেশে ২২ জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সরকার তদন্ত কমিটি গঠন করলেও শিক্ষার্থীদের দাবি— যথাযথ বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539