মোঃ বিজয় চৌধুরী
উত্তরা ১৭ নম্বর সেক্টরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পর, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের অনেকেই এখনও আতঙ্কে কাঁপছেন। আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। এরইমধ্যে, একাদশ শ্রেণির এক ছাত্রী দক্ষিনের অপরাধ টিভির ক্যামেরায় তুলে ধরেন এক হৃদয়বিদারক মুহূর্ত।
কাঁপা কণ্ঠে তিনি বলেন,
বিস্ফোরণের পর চারপাশে ধোঁয়া আর আগুন। তখন কয়েকটি ছোট বাচ্চা আমার জামা ধরে কাঁদতে কাঁদতে বললো, ‘আপু, বাঁচাও’। আমি কিছুই করতে পারছিলাম না। ওদের মুখের দিকে তাকিয়ে আমার নিজেকে অসহায় মনে হচ্ছিল। আমি শুধু বলছিলাম, আল্লাহ আমাদের রক্ষা করো...
এই মন্তব্যের সময় ছাত্রীটির গলায় আতঙ্ক ও কান্নার দাগ স্পষ্ট ছিল। পাশে থাকা অভিভাবকরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় অনেকেই ভবনের বিভিন্ন কক্ষে আটকা পড়ে। কেউ বের হওয়ার চেষ্টা করছিল, কেউ আবার সহপাঠীকে ধরে বাইরে নিতে চাইছিল।
মানুষের মানবতা তখন দৌড়ে গিয়েছিল আগুনে
উদ্ধারের সময় শিক্ষক, গার্ড ও স্থানীয় অনেকেই প্রাণপণ চেষ্টা করেন শিক্ষার্থীদের বাইরে বের করে আনার। আহতদের একজন অভিভাবক বলেন,
আমি মেয়ের জন্য দৌঁড়াতে গিয়েছিলাম, তখন দেখি অন্য একটা মেয়ে আরেকজনকে ধরে কাঁদছে... ওদের কান্না দেখে আমি নিজেই ভেঙে পড়ি।”
সর্বশেষ পাওয়া তথ্যমতে, এই দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন। সরকার ঘোষণা করেছে ২২ জুলাই, সোমবার, এক দিনের রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539