মোঃ বিজয় চৌধুরী
রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত এবং অন্তত ১৬০ জনের বেশি আহত হয়েছেন।
দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পরই মাইলস্টোন কলেজের ক্যান্টিন ভবনের ওপর ভেঙে পড়ে। বিমান বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দগ্ধ ও গুরুতর আহতদের মধ্যে বহু শিক্ষার্থী রয়েছে, যাদের অনেকেই বর্তমানে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শহীদ হলেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট
দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষক পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর শহীদ হয়েছেন। দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রাণ হারান। তাঁর এই আত্মত্যাগে পুরো জাতি গভীর শোকাহত।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539