স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
রাজনৈতিক অঙ্গনে একজন তরুণ, সৎ ও নির্ভরযোগ্য কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন ওয়ারী থানা শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব রতন হাওলাদারের ঘনিষ্ঠ সহযোগী দেওয়ান সাকিব। তিনি শুধু একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীই নন, বরং একজন মানবিক সমাজসেবক হিসেবেও স্থান করে নিয়েছেন সাধারণ মানুষের হৃদয়ে।
দেওয়ান সাকিবের রাজনৈতিক পথচলার সূচনা ঘটে ওয়ারি থানা শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব রতন হাওলাদার এর নেতৃত্বে। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন তিনি। বিশেষ করে ৫ জুলাইর পূর্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী ও রায়েরবাগ এলাকায় তার সাহসী ভূমিকা এখনো মানুষের মনে গেঁথে আছে।
তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৭ সালের ১৪ মে, মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার নয়াদিঘির পার গ্রামে। পেশাগত জীবনে তিনি আইটি সেক্টরে যুক্ত থাকলেও রাজনীতি ও সমাজসেবার প্রতি তার অঙ্গীকার বরাবরই অটুট।
দেওয়ান সাকিবের বিরুদ্ধে কখনো কোনো মারামারি, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠেনি, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আদর্শ অনুসরণ করে তিনি একটি চাঁদামুক্ত, সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চান।
ওয়ারি থানা শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব রতন হাওলাদারের নেতৃত্বে দেওয়ান সাকিব এখনও যাত্রাবাড়ী, গুলিস্তান, এবং আশেপাশের এলাকাগুলোকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাখার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো সামাজিক কার্যক্রমে তিনি স্বেচ্ছায় অংশগ্রহণ করে থাকেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ান।
এই তরুণ কর্মীর মধ্যে আগামী দিনের নেতৃত্বের সম্ভাবনা দেখছেন অনেকেই। তার সততা, নিষ্ঠা ও জনকল্যাণমুখী মানসিকতা তাকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে নিয়ে যেতে পারে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539