যশোর প্রতিনিধি,
প্রেমিকের সাথে যশোরের মনিহারে সিনেমা দেখতে এসে লতা শিকদার (২০) নামে এক তরুণী সর্বস্ব হারিয়েছে। কৌশলে প্রেমিক তাকে অজ্ঞান করে সোনার গহনা ও টাকা লুট করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মনিহার সিনেমা হলে এ ঘটনাটি ঘটে। হলের স্টাফরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। লতা নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার দিন লতা শিকদার তার প্রেমিকের সাথে মনিহার প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে আসেন। সিনেমা দেখাকালীন সময়ে প্রেমিক অজ্ঞান করার ওষুধ অথবা চেতনানাশক স্প্রে করে তাকে অজ্ঞান করে সোনার গহনা, টাকা ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়। পরে সিনেমা হলের স্টাফরা লতাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মৌসুমি আক্তার জানান, চিকিৎসাসেবার পর লতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539