মেহেদী হাসান হৃদয়,
ঢাকা, ১৫ জুলাই ২০২৫ —
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে আজ রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা অভিযোগ করেন, একটি গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যার মাধ্যমে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চলছে।
সমাবেশে ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, “তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে দীর্ঘদিন ধরে সরকারের পৃষ্ঠপোষকতায় একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।”
সমাবেশে বক্তারা সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিএনপিকে কোনো ষড়যন্ত্র বা নির্যাতন দমাতে পারবে না। দেশের জনগণই চূড়ান্তভাবে এই স্বৈরাচারী শাসনের জবাব দেবে।”
পুলিশি বাধা ও নজরদারির মধ্যেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশস্থলে জড়ো হন।
বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539