মোঃ নাইম হাওলাদার তজুমউদ্দিন উপজেলা।
গরিবের বন্ধু একেএম ডাঃ ফিরোজ সিকদারকে ২ নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় অসংখ্য ধন্যবাদ জানাই বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রিয় নেতা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারকে।
ফিরোজ সিকদারকে সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ২ নং সোনাপুর ইউনিয়নের গরিব দুঃখী ও অসহায় মানুষ অত্যন্ত খুশি ও আনন্দিত।
গরিবের বন্ধু ডাঃ ফিরোজ সিকদারের মতো শিক্ষিত সমাজসেবী ও ন্যায়পরায়ন লোক যদি বিএনপির রাজনীতিতে আসে তাহলে কখনোই বিএনপি কোন প্রশ্নের সম্মুখীন হবে না বলে মনে করছি।
ডাক্তার ফিরোজ সিকদার সব সময় ২ নং সোনাপুর ইউনিয়নের গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539