
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। যানা যায় তিনি বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত আব্দুল মান্নান উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে। তিনি স্থানীয় ৯ নংওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার বিকেলে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে।পরে যশোর সদর হাসহাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা খারাপ হলে ঢাকায় পাঠায়।ঢাকা মেডিকেলে সে মৃত্যবরণ করে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539