
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক অটো রিকশা চালকের লাশ।
শুক্রবার সকালে সদর উপজেলার মোল্লা তেঘড়িয়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহা সড়কের পাশের একটি গাছ থেকে উদ্ধার করা হয় রফিকুল ইসলাম নামের ওই অটো চালকের মরদেহ।
রফিকুল মোল্লা তেঘড়িয়া আদর্শ পাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে।
পরিবারের দাবি—ছিনতাইয়ের পর পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে তাকে।
বৃহস্পতি বার রাত ৯ টার দিকে বাবা রিকশা নিয়ে বের হয়ে ছিলেন।
রাতে না ফেরায় অনেক খোঁজা খুঁজির পর সকালে খবর পাই,গাছে ঝুলছে তার মরদেহ।
ঘটনার পর পরই বিক্ষোভে ফেটে পড়েন এলাকা বাসী।
প্রথমে মহা সড়ক অবরোধ করেন,পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন।
তবে কিছুক্ষণ পর মরদেহ নিয়ে অভ্যন্তরীণ সড়কে থানা মোড় পর্যন্ত নতুন করে অবরোধ গড়ে তোলা হয়।
প্রত্যক্ষ দর্শীরা জানান,সকাল ১১ টা থেকে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
১১টা ৫০ মিনিটের দিকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়,ঘটনার তদন্ত চলছে,সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
স্বজন দের হুঁশিয়ারি—যতক্ষণ না হত্যা কারীদের গ্রেপ্তার করা হচ্ছে,ততক্ষণ তারা লাশ নিয়ে বিক্ষোভ চালিয়ে যাবেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539