মোঃ মনিরুল ইসলাম
সদর উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া।
৮ জুলাই ২০২৫।। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকাই আব্দুলের ক্লিনিক এ সিজার করতে গিয়ে এক প্রসূতি মায়ের মৃ'ত্যু হয়েছে ! তার নাম মনি খাতুন (২৫)। সে তারাগুনিয়া সরদার পাড়ার মঞ্জুর মেয়ে ও স্বামী লক্ষিকুলা রিফাতপুর নিবাসী আইয়ুব আলীর স্ত্রী।
গতরাতে তারাগুনিয়া থানার মোড় তারাগুনিয়া ক্লিনিকে মোঃ আবুল হোসেন ডাক্তার সফর আলীর ডাক্তারের অধিনে সিজারের গাফিলতিতে প্রসূতি মায়ের মৃ'ত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। তবে শিশু বাচ্চাটি বেঁচে আছে। এই নিয়ে ওই ক্লিনিকে এক বছরে চার প্রসূতির মৃত্যু হলো বলে জানান স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539