
মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি
দুর্নীতি ও অসদাচরণের একাধিক অভিযোগের প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব পালনে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ জারি করা হয়।
চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও অনিয়মসহ নানা অভিযোগ ওঠে সম্প্রতি। অভিযোগ রয়েছে, শিক্ষক বদলি ও ঠিকাদারদের বিল অনুমোদনের ক্ষেত্রে ঘুষ আদায়সহ জনসেবামূলক কাজে দুর্নীতির আশ্রয় নিয়েছেন তিনি। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে বর্তমানে তদন্ত চলছে।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চেয়ারম্যান আপাতত তার দপ্তরের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে।
উল্লেখ্য, জিরুনা ত্রিপুরা ২০২৪ সালের ৭ নভেম্বর খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছিল।
এই ঘটনায় স্থানীয় পর্যায়ে আলোড়ন তৈরি হয়েছে। অনেকে বলছেন, একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে যদি কেউ জবাবদিহির বাইরে চলে যান, তাহলে পাহাড়ের উন্নয়ন ও স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়ে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চেয়ারম্যানের পদত্যাগ না হলেও দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539