
হাসান হৃদয়
লালমোহন
সারাদেশ হতে আগত সোনালী লাইফ ইন্সুরেন্স এর ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে মাসিক ব্যাবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন, সোনালী লাইফের পরিচালক; মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া, শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং সোনালী লাইফের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সোনালী লাইফের সিএফও জনাব মোঃ আবদুল হান্নান,সিওও জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ, সিআইও জনাব হাসিব রেজা,উপ-ব্যবস্থাপনা পরিচালক; জনাব এস এম মহিউদ্দিন ফারুকী, জনাব মোঃ তামজিদুল আলম, জনাব মোঃ আবদুল্লাহিল কাফী, জনাব মোঃ গোলাম মোস্তফা, জনাব শেখ মোঃ বদিউজ্জামান রিপন, জনাব মোঃ আনোয়ার হোসেন,জনাব সৈয়দ মোঃ আজিম,সহকারী ব্যবস্থাপনা পরিচালক; জনাব মোঃ আশরাফুল ইসলাম, জনাব এমদাদুল হক সাহিল, এজিএমবৃন্দ এবং সোনালী লাইফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত সভায় জুলাই মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539