বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা জামায়াত অফিসে এ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা উলামা বিভাগের সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক এবং সেক্রেটারি মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন। একই সঙ্গে আহত ও পঙ্গুদের সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539