বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
সোমবার (৩০ জুন)বেলা ১১ টায় উপজেলার সেতাবগঞ্জ চৌরাস্তায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস ও ট্যাক্স টোকেন না থাকায় আইন লঙ্ঘনের অভিযোগে ১১টি মামলায় মোট ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওবায়দুল হক। তিনি বলেন,
“নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক অঙ্গীকার। সড়কে শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনেও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
অভিযান চলাকালে সেনা সদস্যদের সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, এমন অভিযান সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539