বিস্তারিত তথ্য চিত্রে
মোঃ আসিফুজ্জামান আসিফ
পাঁচ আগস্টের আগে ও পরে বিএনপি এবং ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় এলে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
শুক্রবার আশুলিয়ার শিমুলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. বাবু বলেন, “গত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, বাড়িতে থাকতে দেয়নি। আমরাও তাদের ছেড়ে দেব না। তারা জুলুমবাজ, এখন ভারতে পালিয়ে গেছে।”
তিনি আরও বলেন, ইতিহাসে কোনো স্বৈরাচার পালিয়ে গেলে আর ফিরে আসে না।
অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, বিএনপি নেতা আব্দুল হাইসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539