মোঃ নাছির উদ্দীন দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালা থানার একটি অভিযানে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোর রাত ৪:৩০টার দিকে থানার এসআই মোঃ শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দীঘিনালা থানার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকার আলমের আধাপাকা ঘর থেকে গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ সুমন আলী (২৫),
২. মোঃ মিনহাজ উদ্দীন (২৪), ও
৩. নয়ন শীল (২৫)।
গ্রেফতারের পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার পেয়েছেন এসআই চয়ন হালদার।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন আইন-শৃঙ্খলা পরিচিতির স্বাভাবিক অবস্থায় আছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539