হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুর থানায় মাদকবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম। আধুনিক প্রযুক্তির যুগে এগিয়ে এসে তিনি প্রথমবারের মতো ড্রোন ক্যামেরা ব্যবহার করে অপরাধীদের ধরতে উদ্যোগ গ্রহন করেছেন। তার এই উদ্যোগে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে ব্যাপক সাড়া। ঢাকুরিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা হিসেবে তিনি তার এলাকাকে মাদকমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। অপরাধীর পরিচয় নয়, অপরাধই তার কাছে মুখ্য এই মনোভাব নিয়ে কাজ করছেন নিরলসভাবে। এএসআই শহীদুল ইসলাম বলেন, আমি যতদিন ঢাকুরিয়া ইউনিয়নের দায়িত্বে আছি ততদিন কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর ঠাঁই হবে না। প্রয়োজন হলে আরও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ নির্মূল করবো। ড্রোন ক্যামেরার মাধ্যমে তিনি ঢাকুরিয়া এলাকার বিভিন্ন সন্দেহভাজন স্থানে নজরদারি করছেন। অজানা গলিপথ, ফাঁকা মাঠ, বাগান ও জনবিরল স্থানে মাদক সেবন ও বিক্রির তথ্য সংগ্রহ করছেন সরাসরি আকাশপথে। এই প্রযুক্তিগত তৎপরতার ফলে মাদক সেবন ও বিক্রির মতো অপরাধে জড়িত ব্যক্তিরা এখন আতঙ্কে আছে। তিনি মনিরামপুর থানায় যোগদানের পর থেকেই একের পর এক মাদকবিরোধী অভিযানে সাফল্য দেখিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে অনেক মাদক কারবারি ধরা পড়েছে এবং একাধিক মামলাও হয়েছে। তার নেতৃত্বে ঢাকুরিয়ায় মাদক নির্মূলে এসেছে দৃশ্যমান পরিবর্তন। ঢাকুরিয়া ইউনিয়নের বাসিন্দা এক প্রবীণ শিক্ষক বলেন আগে মাদক নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে, কেউ সাহস করে আর মাদক নিয়ে ঘোরবেনা। শহীদুল স্যারের মতো অফিসার থাকলে ভবিষ্যত প্রজন্ম একটা নিরাপদ সমাজ পাবে। এএসআই শহীদুল ইসলামের এই কর্মকাণ্ড এখন এলাকাবাসীর মুখে মুখে। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539