মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কুষ্টিয়া সদর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সালিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. আলম শেখ।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে চৌড়হাস মোড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়ায় জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়। দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রয়োজনে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মোট ১৩ জন সদস্য স্থান পেয়েছেন যারা আগামীর আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।নবগঠিত কমিটির নেতারা বলেন, “শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং দলের আদর্শ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সংগঠনকে আরও শক্তিশালী করতে ন্যায়সংগত দাবিতে রাজপথে সোচ্চার থাকবো।”এছাড়া অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ইউনিটের সাথে মতবিনিময় ও পরামর্শ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল বিএনপি’র একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে দেশের পরিবহন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে আসছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539