হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোর জেলার কেশবপুর উপজেলা বিএনপির নেতাদের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছে।
কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, আজ কেশবপুরের বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ জনগণ ও নেতা কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে। তিনি গত পবিত্র ঈদুল আযহা উদযাপনের সময় দেশে না থাকার কারণে জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারেননি। তখন তিনি পরিবারের সাথে উদযাপন করতে কানাডায় ছিলেন। যার কারণে নাড়ির টানে এবং কেশবপুরবাসীর ভালোবাসার টানে কেশবপুরে পৌঁছেই ছুটে আসেন সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে।
নেতাকর্মীরা স্বর্তস্ফূর্তভাবে তাদের প্রিয় নেতা কে সাদরে গ্রহণ করে গল্প গুজবে মেতে উঠেন। সাধারণ জনগণ তাকে কাছে পেয়ে আনন্দিত হন।
আবুল হোসেন আজাদ বলেন, আমি কোরবানির ঈদ দেশে না কাটালেও আমার মন পড়েছিল কেশবপুরে। যার কারণে আমি আমার কেশবপুর বাসীর সাথে দেখা করতে ইউনিয়নে ইউনিয়নের ছুটে এসেছি।তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন খুবই কঠিন হবে, যার কারনে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
ইউনিয়নে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তার সাথে ছিলেন,কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,দপ্তর সম্পাদক ফারুখ খান,উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান আজিজ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল সহ অনন্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539