
মো: বিজয় চৌধুরী
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে চলা বাংলাদেশ সেনাবাহিনী আজ ভোররাতে রাজবাড়ী জেলার বেলগাছি এলাকায় একটি গোপন অভিযানে সফলতা অর্জন করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল বেলগাছি গ্রামের একটি নির্দিষ্ট বাড়িতে হঠাৎ অভিযান চালায়। অভিযানে গ্রেফতার করা হয় গোলাম কিবরিয়া ওরফে বাবলু (৪০) নামের এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি শক্তিশালী ১২ বোর এসবিবিএল (SBBL) বন্দুক এবং ১৫ রাউন্ড তাজা গুলি।
অভিযানের সময় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত বাবলু দীর্ঘদিন ধরে বেলগাছি বাজার ও আশপাশের এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন। তার এই কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছিল।
গ্রেফতারকৃত গোলাম কিবরিয়া এবং তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সজাগ ও প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একইসাথে সেনাবাহিনী সকল নাগরিককে আহ্বান জানিয়েছে, যদি কারো কাছে কোনো ধরনের সন্দেহজনক বা অপরাধমূলক তথ্য থাকে, তাহলে তা দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে জাতীয় নিরাপত্তায় ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539