মহিউদ্দিন মহি খন্দকার ;
১৪ জুন শনিবার ফেনী জেলা ক্রিকেট লীগ ২০২৫
এর আয়োজনে ফুলগাজী মুন্সির হাট আলী আজম স্কুল মাঠে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যম্পিয়ন হয়েছে দাগনভূঁঞা উপজেলা ক্রিকেট টিম। রানার্সআপ সোনাগাজি উপজেলা টিম।
উক্ত খেলার আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা টীম আয়োজক - শাখাওয়াত হোসেন মুন্না, উপজেলা টীম আয়োজক মোঃ নবী ভূঁইয়া, মোঃ ইমন, মোঃ আরিফ ভূঁইয়া ও জাবেদ চৌধুরী। ফাইনালে সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন দাগনভূঁঞা উপজেলা টীম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রায়হান।
খেলার সামপ্তির পর চ্যাম্পিয়ন টিমে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলার বিএনপি'র আহ্বায়ক ফখরুল আলম ভিপি স্বপন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, ফেনী জেলা ক্রিকেট লীগের জেলা কোচ- রিয়াজ উদ্দিন রবিন।
এই সময় উপস্থিত ছিলেন মুন্সিরহাট বাজার ব্যবসায়ী কমিটির সদস্য সচিব আবদুল ওয়াব, কার্যনির্বাহী সদস্য মোঃ লিটন চৌধুরী।
দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল চৌধুরী সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের জিলানী। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সোহেল চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539