মোঃ রাজিব হাসান রাজু চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
ভোলা জেলায় চরফ্যাশন উপজেলার আলিয়া মাদ্রাসা সংলগ্ন শুধুমাত্র মহিলাদের জন্য শুভ উদ্বোধন হয়েছে পাখি মেকওভার এন্ড বিউটি পার্লার নামের একটি প্রতিষ্ঠান।
রবিবার (১৫জুন ) বিকালে পাখি মেকওভার এন্ড বিউটি পার্লার।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক জোছনা । এসময় উপস্থিত ছিলেন পাখি মেকওভার এন্ড বিউটি পার্লারের বিউটিসিয়ানরা ও জুবায়দা খন্দকার।
পাখি মেকওভার এন্ড বিউটি পার্লারের পরিচালক জোছনা বলেন, চরফ্যাশন উপজেলার মধ্যে শুধু মাত্র মহিলাদের জন্য নানান ধরনের সেবা নিয়ে পাখি মেকওভার এন্ড বিউটি পার্লার শুভ উদ্বোধন করা হয়েছে। আমাদের পার্লারে অভিজ্ঞ ও দক্ষ বিউটিসিয়ানের মাধ্যমে বৌ সাজ, পার্টি সাজ, মেহেদি পরানো, মিল্ক সাইনিং হেয়ার রিবন্ডিং, কেরোটিন হেয়ার রিবন্ডিং, ব্লাক সাইনিং রিবন্ডিং, ভলিউম হেয়ার রিবন্ডিং, লরিয়াল হেয়ার রিবন্ডিং, হেয়ার ট্রিটমেন্ট করা হয়। প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম দিনে ২০% ডিসকাউন্টে এই সেবাগুলো পাবেন মহিলারা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539