
মো: বিজয় চৌধুরী
রাজধানীর শাহবাগ এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ কাপড়সহ এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতের নাম সোহেল (২৮)। তিনি কুমিল্লার বড়ুরা উপজেলার অর্জুনতলা গ্রামের বাসিন্দা।
ডিবি রমনা বিভাগের একটি বিশেষ টিম শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে আনা এবং শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও থানকাপড় রাজধানীতে মজুত করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সোহেলের হেফাজত থেকে ১,২০৭টি শাড়ি, ১,২৮৮টি থ্রি-পিস এবং ১৩ বান্ডিল ভারতীয় থানকাপড় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪১ লাখ ২৩ হাজার টাকা। এছাড়াও এসব অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539