বাহাদুর চৌধুরী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিবারের আস্থাভাজন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নির্বাচনের তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে বা এপ্রিলে হতে পারে বলে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচন যে সময়ই হোক না কেন আমাদের দল প্রস্তুত। বিএনপি নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সারা বাংলাদেশে গ্রাম থানা উপজেলা জেলা গুলিতে চষে বেড়াচ্ছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া গ্রাম থেকে গ্রাম বাড়ি থেকে বাড়ি গিয়ে প্রত্যেক মানুষের হাতে প্রচার পত্র পৌঁছে দিচ্ছেন।
হাফিজ ইব্রাহিম দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ কে আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলায় অনেক স্কুল কলেজ মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবায় হাসপাতাল ও রাস্তা ঘাটের মেরামত সহ নদী ভাঙন রোধে সিসি ব্লক স্থাপন করেছি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে নির্বাচনি, দৌলতখান -বোরহানউদ্দিনে এলাকায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন করে,যুবকদের বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539