চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : প্রয়োজনীয় সংস্কার শেষে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন - মনপুরা) ও ভোলা- ২ (বোরহান উদ্দিন ও দৌলাতখান) আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার ৬ফেব্রুয়ারী দুপুর ূটায় ভোলা আদর্শ একাডেমি স্কুল এন্ড কলেজে প্রার্থী ঘোষণা উপলক্ষে রুকন (সদস্য) সম্মেলনে
ভোলা জেলা আমীার মাষ্টার মো.জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াযযাম হোসাইন হেলাল।
পরে প্রধান অতিথি জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এতে ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিম সদস্য মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে ভোলা-৪ ও সাবেক আমীর মুফতি মাওলানা ফজলুল করিমকে ভোলা - ২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539