মোঃ বিজয় চৌধুরী ( ঢাকা জেলা বিশেষ প্রতিনিধি )
জাতীয় স্টেডিয়ামে জোরদার প্রস্তুতি, সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী
বাংলাদেশ ও সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচকে ঘিরে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সেই প্রস্তুতির অংশ হিসেবে আজ সোমবার (৯ জুন ২০২৫) সকাল ১১টায় জাতীয় ফুটবল স্টেডিয়াম, গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে একটি বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়।
এই মহড়ায় নেতৃত্ব দেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মহড়ায় অংশ নেয় সোয়াট (SWAT) টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন (K9) টিম। মূলত, সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার কৌশল প্রদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি যাচাই করাই ছিল এই মহড়ার মূল লক্ষ্য।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে আগত দর্শক, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ও আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ইউনিফর্মে পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।
এছাড়া, যে কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন টিম। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে যান চলাচল নিয়ন্ত্রণ ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাও।
মহড়ায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলাকে ঘিরে যেকোনো পরিস্থিতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539