ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার গোহাটিতে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২ জুন) বিকাল সাড়ে ৫ টায় রানীগঞ্জ বাজার গোহাটির প্রবেশদ্বারে যানবাহন থেকে চাঁদা উত্তলনের সময় ৪ জন কে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী এই চাঁদাবাজদের আটক করে।
প্রাথমিকভাবে জানা গেছে, আটককৃতরা নিজেদের শ্রমিক ইউনিয়নের কথা বলে হাটে প্রবেশ কৃত পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। দীর্ঘদিন ধরে এই ধরনের কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়।
আটককৃতরা হলেন, উপজেলার সিংড়া ইউনিয়ানের নূরপুর এলাকার মামুনূর রশিদ (৫০), দুদু মিয়া (৫৫), আব্দুল হাকিম(৫৭), ও পালশা ইউনিয়ানের ভাতছালা গ্রামের আজাহার আলী (৫৪)।
ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন জানিয়েছেন, এটা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ এটি ঈদ উপলক্ষে আরও বৃদ্ধি হয়েছে। এর অংশ হিসেবে রানীগঞ্জ বাজারে বিভিন্ন পেট্রোলের মাধ্যমে নজর দাড়িতে রাখছি চাঁদাবাজি করার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে ঘোড়াঘাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539