মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার ও দুজন আটক।
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় অস্ত্রসহ নিজ বাড়ি থেকে সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে গ্রেপ্তার করা হয়। তারা যথাক্রমে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রহিম ও পিয়ার আলীর ছেলে।
গ্রেপ্তার সামিরুল বাহাদুরপুর ইউনিয়নের যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
রোববার (২৫ মে) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করে।
সেনাবাহিনী অভিযান শেষে উদ্ধার অস্ত্র-গুলি, ককটেল ও দেশীয় অস্ত্রগুলোসহ দুজন আসামিকে ভেড়ামারা থানায় হস্তান্তর করেছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছে ভেড়ামারা থানা।
ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, রোববার ভোর ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও মেঘনাপাড়ায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এ সময় সামিরুল ইসলামের বাড়ির পেছনের লোহার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড রিভলবারের গুলি, ৪টি অবিস্ফোরিত ককটেল, ৭টি বিভিন্ন সাইজের রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল উদ্ধার করা হয়।
এ ছাড়া নান্নুর বাড়ি থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও ওই এলাকার পরিত্যক্ত জায়গা থেকে আরও ১টি দেশি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সামিরুল ইসলাম ও নান্নু আলিকে সেনাবাহিনী গ্রেপ্তার করে অস্ত্রসহ ভেড়ামারা থানায় সোপর্দ করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, রোববার সেনাবাহিনী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় তারা দুজন আসামিসহ ১টি দেশি রিভালবার, ৭ রাউন্ড গুলি, অবিস্ফোরিত ৯টি ককটেল, ৭টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল হস্তান্তর করে। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539