বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দেশে ভুয়া চিকিৎসকের দোরাত্ন্য এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ তালিকা যুক্ত হয়েছেন মোঃ বেলাল হক নামের এক ব্যক্তি, যিনি বোচাগঞ্জ উপজেলা রামপুর বাজার রবি টাওয়ারের উত্তর পাশে মানবসেবা ডিজিটাল হোমিও হল নামে নিজেকে নাকের পলিপাস বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। ৫ নং ছাতইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত তরিকুল স্ত্রী জেসমিন আক্তার জানান আমি দুই মাস আগে তার চিকিৎসা গ্রহণ করি। নাকের পলিপাস নির্মূলের কথা বলে, এক ধরনের নাকে এসিড প্রয়োগ করে এবং খাওয়ার ওষুধ দেয়। কিছুদিন পর দেখি নাকে ডান পাশে হার ফুটা হয়ে গেছে, এ বিষয়ে নাক কান বিশেষজ্ঞ ডাক্তার কে জানালে তিনি বলেন নাকে এসিড মারা খুব বিপদজনক এবং এই ক্ষত থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ভুক্তভোগী নারী বলেন এই ডাক্তার প্রতিনিয়ত রোগীদেরকে চিকিৎসা নিয়ে বিপদে ।রোগ তো ভালো হচ্ছে না আরো সমস্যা হচ্ছে তাই এই ডাক্তারের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া দাবি উঠেছে সচেতন মহলের।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com