*
মোহাম্মদ মিজান খান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
*নবীগঞ্জ উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ব্রজ গোপাল রায় ও তার সহপাঠী এখনো গ্রেফতার হচ্ছে না কেনো তা নিয়ে জনসাধারণ আইনের প্রতি ক্ষোভ প্রকাশ করছে।ডেভিল হান্ড কি নবীগঞ্জের প্রশাসনের নিরবতা মাধ্যম।যদি তাই না হবে এখন পর্যন্ত এদেরকে গ্রেফতার কেন করা হচ্ছে না সাধারণ জনগণের প্রশ্ন।৫ই আগস্ট যারা ছাত্রদের উপর হামলা করার জন্য ওত পেতে ছিল যা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ দেখেছে অথচ প্রশাসনীয়ভাবে এদের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয় নাই বরং এখন পর্যন্ত প্রশাসন চুপ থাকায় ছাত্র সমাজ তীব্র নিন্দা জানিয়েছে ও তাদেরকে গ্রেফতার করার জন্য আহ্বান জানিয়েছে। ব্রজ গোপাল রায়ের ভাতিজা উজ্জ্বল রায় পুলিশের চাকরি করার সুবাদে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় নাই।তাহলে কি ভাতিজা পুলিশ হওয়ায় এখনো গ্রেফতার হচ্ছে না জনসাধারণের প্রশ্ন।ঘটনা সূত্রে জানা যায়, ব্রজ গোপাল রায় একজন সোনা চালান কারি অনেক বার সোনা নিয়ে বর্ডারে ধরা পরে দলীয়ক্ষমতা ও টাকা দিয়ে বার বার ছাড়া পেয়ে যেত।এছাড়াও ব্রজ গোপাল রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বিপক্ষে আন্দোলনের বাঁধা সৃষ্টি করে ফলে ছাত্ররা রাজপথে নামলে তাদের আঘাত করার হুমকি দেয় যার সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখা যায় ।ছাত্রদের আন্দোলন নষ্ট করার পায়তারা করে। তার বিরুদ্ধে একাধিক জমি জালিয়াতি মামলা ও ৫ই আগস্টের তালিকাভুক্ত আসামি হওয়ার পরও ঘুরে বেড়াচ্ছে ঘটনা সূত্রে জানা যায় ব্রজ গোপাল রায় বড় বড় আওয়ামী লীগের নেতাদের মোটা অংকের টাকা দিয়ে তার অবৈধ কার্যকলাপ করতো মানুষের জমি অবৈধ ভাবে দখল করে নিত।প্রশাসনীয় ভাবে ব্রজ গোপাল রায়কে দূর্নীতির যথাযথ ব্যবস্থা নেয়া ও অতি দ্রুত গ্রেফতার করার জন্য এলাকাবাসী ও ছাত্রসমাজ আহবান জানিয়েছে
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com