মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
শেখ মইনুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকসা থানা
পূর্ববর্তী অন্যান্য সময়ের থেকে বর্তমানে কুষ্টিয়ার খোকসা থানা এলাকার আইনশৃঙ্খলার অবস্থা অনেকাংশে ভালো, বলে জানান, বর্তমান খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম।
আলাপচারিতায় জানা যায় যে তিনি
২০০৫ সালে এস আই পদে বাগেরহাট জেলায় যোগদান করেন। পরে সিলেট, ও র্যাব বাহিনী তে পদায়িত হন।২০১৬সালে পদোন্নতি লাভ করেন ইন্সপেক্টর পদে, পদোন্নতি হওয়ার পর ডিবিতে,ও পরে টুরিস্ট পুলিশের সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন।গত একুশে জানুয়ারি ২৪ তারিখে খোকসা থানা ইনচার্জ হিসাবে যোগ দান করেন। যোগদানের পর থেকে ঝুঁকিপূর্ণ খ্যাত খোকসা থানা এলাকার আইনশৃঙ্খলার ব্যাপক উন্নয়ন হয়েছে বলে তিনি জানান। বিশেষ করে রমজান মাসে প্রতিবার রাতে বাস ডাকাতির ঘটনা ঘটতো, তিনি গত রমজান মাসে কঠোর অবস্থানে যেয়ে টহল ডিউটি বাড়িয়ে এবং এলাকার জনগণের সাহায্য নিয়ে বাস ডাকাতি পুরোপুরি বন্ধ করতে সক্ষম হয়েছেন। তিনি জানান রমজান মাস পুরোটাই তিনি সেহেরি পর্যন্ত নিজেই টহল দিয়ে বেড়াতেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে।
এ সময় এলাকার জনগণও পুলিশকে সহযোগিতা করেছে। তিনি আরো জানান এই প্রথম কোন থানাতে ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত দুইটি অস্ত্র উদ্ধার করেছেন যার মধ্যে একটি বিদেশি পিস্তল ও আট,রাউন্ড তাজা গুলি, গ্রেফতার করেছেন অপহরণকারী, ধর্ষন,চাঁদাবাজি মামলার আসামিদের, বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছেন এবং মাদক মামলাও হয়েছে, গ্রেফতার করেছেন মাদক ব্যবসায়ীদের। একসময়ের ত্রাসখ্যাত খোকসা এলাকা এখন পুরোপুরি সন্ত্রাস মুক্তএলাকা।
এখন মাসে মাত্র চার থেকে পাঁচটি মামলা হয় বলে তিনি জানান। এটি সম্ভব হয়েছে এই সাত মাসে তার কঠোর অবস্থানের কারনে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com