বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ-
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় লিচুর বিচি গলায় আটকে গিয়ে ৬ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাফানগর ইউনিয়নের ধনীপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আরফান। সে ধনীপাড়া গ্রামের মোমিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে লিচু খাওয়ানোর সময় অসাবধানতাবশত একটি বিচি গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা আল মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিষয়ে নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমি নিজে নিশ্চিত হয়েছি।”
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com