ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় বিজেপি শ্রমিক পার্টির উদ্যোগে ভোলা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মে, শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার ৩১ নম্বর চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজেপি শ্রমিক পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ভোলা জেলার রূপকার মরহুম নাজিউর রহমান মঞ্জু ভোলাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন। সৌডিয়াম লাইট থেকে শুরু করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার অবদান ভোলা বাসি কখনো ভুলবে না। নদী ও সাগরের পানির ভয়াবহতা থেকে জনগণকে রক্ষায় তিনি বেরিবাঁধ নির্মাণ করেছেন, কৃষকদের জন্য শত শত খাল খনন করেছেন। শিশু-কিশোরদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে হাজার হাজার ইফতেদায়ী মাদ্রাসা এবং শত শত মসজিদ, মাদ্রাসা ও মন্দির প্রতিষ্ঠা করেছেন। ভোলার অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।”
তিনি আরও বলেন,
“বগুড়া, নোয়াখালী ও চট্টগ্রাম যেভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, তেমনি দ্বীপ জেলা ভোলাকে আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাদল রাজা, সহকারী যুগ্ম আহ্বায়ক বিকাশ মণ্ডল, মো. মনসুর আলম, মো. আখতার হোসেন, হনুফা বেগম, মো. সিদ্দিক, মো. শাজাহান প্রমুখ।
সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণও উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com