ভোলার তজুমদ্দিনে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর অধিনে ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশনের স্লুইসগেট নির্মাণকাজে অনিয়মের খবর সংগ্রহ কালে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক সহ ৩ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে আজগর আলী নামে ১ জনকে আটক করে পুলিশ জেল হাজতে প্রেরণ করেন।
মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
হামলার শিকার সাংবাদিক তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক জানান, চাঁদপুর ইউনিয়নে নতুন স্লুইসগেটের ঢালাই সহ নির্মাণকাজ চলমান রয়েছে। এলাকাবাসী সাংবাদিকদের ফোন দিয়ে জানাইলে দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা রফিক সাদী সহ কয়েকজন সাংবাদিক সেখানে যান। তাঁরা দেখেন সেখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কোনো কর্মকর্তা নেই। ঠিকাদারের প্রকৌশলীও ছিলেন না। শ্রমিকেরা কাঁদা মিশ্রিত নিম্নমানের পাথর, বালু জমাট বাধা সিমেন্ট দিয়ে ঢালাই কাজ করছেন। তাঁরা দেখেন বালু, পাথর ও সিমেন্টের অনুপাত ঠিক নেই। এসব বিষয়ে তথ্য ও ভিডিও চিত্র ধারন করতে গেলে ঠিকাদারের পক্ষের লোক হাফেজ ও রুবেল সাংবাদিকের মোবাইল চিনিয়ে নিয়ে গালমন্দ করেন। তর্কাতর্কির এক পর্যায়ে আজগর আলী ও আলাউদ্দিন দলবল নিয়ে হামলা করেন।
পরে গ্রামবাসী সাংবাদিকদের পক্ষ নিলে শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষে মো. শামীম, মো. সেলিম, মো. ফারুক, সালাউদ্দিন, ইয়ামিনসহ ছয়জন গ্রামবাসী আহত হন। তাঁদের মধ্যে চারজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাউবো সূত্র জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশন দুটি জলকপাটসহ ৬ দশমিক ২ কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ ও বাঁধের তীরে ব্লক ফেলার কাজ করছে। এ কাজের চুক্তিমূল্য ৭৪ কোটি ১৭ লাখ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. মমিন বলেন, পাথর, বালু, সিমেন্টের অনুপাত ঠিক ছিল। তিনি আরও বলেন, যখন সাংবাদিকেরা সাইটে গেছেন, তখন সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা ছিলেন না। তাঁরা অন্য কাজে ছিলেন। এই প্রকৌশলী বলেন, শ্রমিকেরা অশিক্ষিত ও স্থানীয়, তাই তাঁরা কথা-কাটাকাটি করেছেন, যা তাঁদের কাম্য ছিল না।
পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. তানভীর হাসান অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, বৃহস্পতিবার ইউএনওর কার্যালয়ে জরুরি সভায় অংশ নেন। দুইটার পর তিনি সোনাপুরের সাইটে ছিলেন। আবার অন্য একটি সাইটে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসেছিলেন। সেখানেও তাঁকে সময় দিতে হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান জানান, সাংবাদিকের হামলার ঘটনায় আজগর আলী নামে অভিযুক্ত ১ জনকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com