মোঃ তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা।
ভোলার তজুমদ্দিন উপজেলার বহুল আলোচিত ও কুখ্যাত ডাকাত জসিম ওরফে কালো জসিমকে অবশেষে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে তজুমদ্দিন বাজারের উত্তর মাথা থেকে তাকে আটক করা হয়।
তজুমদ্দিন থানার এএসআই আলাউদ্দিন আল মাসুম ও এএসআই মো. শাহাদাত হোসেনের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, কালো জসিম দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০০৬ সালের একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রেক্ষিতেই মূলত তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককালীন সময়ে কালো জসিম কোনো প্রকার প্রতিরোধের চেষ্টা না করে আত্মসমর্পণ করে। গ্রেফতারের পর নিয়ম অনুযায়ী পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী কালো জসিমের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে বলেছে, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে তারা আতঙ্কে দিন কাটাচ্ছিল। এ ধরনের অপরাধীদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাব্বত খান বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। যেকোনো অপরাধী যতই প্রভাবশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com