মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৭০ কেজি চালসহ ১৬ লিটার দেশীয় চোলাই মদ জ্বদ করেছে থানা পুলিশ।
আজ (২২ মে) বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে দীঘিনালা বাস স্টেশনে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম সফিক ৭০ কেজি চাল ও ১৬ লিটার চোলাই মদ জ্বদ করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চাল ও মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539