
মো. নাছির উদ্দীন,
দীঘিনালা, খাগড়াছড়ি
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ০১ নং মেরুং ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার লাকীকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানা একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার তাকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, ‘মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলার এজাহার ভুক্ত আসামী। মামলাটি ০৫ আগস্ট পরবর্তী সময়ে দীঘিনালা থানায় রুজু হয়।’
পুলিশ জানায়, মাহমুদা বেগম লাকী সরকার পরিবর্তনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। মাহমুদা বেগম লাকী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিক নগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জনপ্রতিনিধি হিসেবে মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
গ্রেপ্তারের পর বুধবার (২১ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জাকারিয়া জানান, বর্তমানে দীঘিনালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539