মেহেদী হাসান হৃদয়,
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"—এই মহৎ আদর্শকে হৃদয়ে ধারণ করে সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বোরহানউদ্দিন উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোঃ কবির পালোয়ান।
আজ সকালে তিনি নিজে উপস্থিত হন বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন এক অসহায়, দরিদ্র ও শারীরিকভাবে অসুস্থ রোগী মোঃ এরশাদ। খোঁজখবর নেওয়া, পাশে দাঁড়ানো, সাহস জোগানো এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান—এই প্রতিটি পদক্ষেপেই ফুটে ওঠে কবির পালোয়ানের মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা।
কবির পালোয়ান শুধু রাজনীতির মাঠের মানুষ নন, তিনি হচ্ছেন জনগণের এক পরম আশ্রয়স্থল। একাধারে তিনি বোরহানউদ্দিন উপজেলা বিএনপির দীর্ঘদিনের সক্রিয় নেতা, অন্যদিকে নিজের সীমিত সামর্থ্য নিয়েই মানুষের দুঃখ-কষ্টের ভাগীদার হয়ে ওঠা তার প্রতিদিনের চর্চা। বিশেষ করে বিএনপির দুঃসময়ে দলের নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর তার ইতিহাস আজ অনেকের জন্য অনুপ্রেরণার উৎস।
তার এই সদ্য মানবিক উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার তুলেছে। জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ তাকে এই মানবিক দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
"তিনি আর শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি হচ্ছেন মানবতার প্রতীক, নিঃস্ব মানুষের কান্ডারি, সমাজের বিবেক।"
এমন সময়, যখন রাজনীতি প্রায়শই আত্মস্বার্থ আর বিভাজনের প্রতীক হয়ে দাঁড়ায়, তখন মোঃ কবির পালোয়ানের মতো নেতৃত্ব আমাদের মনে করিয়ে দেয়—একজন প্রকৃত নেতা কেবল ক্ষমতার পেছনে ছুটে না, বরং মানুষের পাশে দাঁড়ায়, নিঃস্বের মুখে হাসি ফোটায়, দুর্দিনে হয়ে ওঠে আশার আলো।
বোরহানউদ্দিন আজ গর্বিত। মোঃ কবির পালোয়ানের মতো মানবিক নেতা এ মাটির সন্তান। তার এই নিঃস্বার্থ সেবামূলক কাজ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে সমাজ গঠনের পথে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539