মোঃ বিজয় চৌধুরী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ গ্রহণ বিলম্বিত হওয়ায় টানা ছয় দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে নগর ভবনের প্রধান ফটক বন্ধ থাকায় জনদুর্ভোগ তৈরি হয়েছে।
বিএনপির নেতারা বলছেন, উচ্চ আদালতের রায় ও সরকারি গেজেট প্রকাশিত হলেও সরকার ইচ্ছাকৃতভাবে শপথ গ্রহণে বিলম্ব করছে। তারা অভিযোগ করছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “সরকার চায় না জনগণের ভোটে নির্বাচিত হয়ে একজন বিএনপি নেতা জনপ্রতিনিধিত্ব করুক। এজন্যই নানা অজুহাতে শপথ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হচ্ছে।”
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, শপথ অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন। তিনি বলেন, “প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ না হলে আমরা শপথ অনুষ্ঠানের আয়োজন করতে পারি না।”
বিক্ষোভের কারণে নগর ভবনের সামনের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। পথচারী ও অফিসগামী মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এ সমস্যার সমাধান চেয়েছেন।
বিএনপি জানিয়েছে, দাবি না মানা হলে তারা আগামী দিনগুলোতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com