
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
রবিবার সকাল ১১ টায় দীঘিনালা কলেজ গেইট আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘ সময় অতিবাহিত হলেও শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অগ্রগতি নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন মোস্তফা কামাল, আহ্বায়ক, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল। তিনি বলেন, “আমরা অবিলম্বে তদন্তে গাফিলতি দূর করে দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করছি। ন্যায়বিচার নিশ্চিতে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।”
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539