মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় গাড়ি ও মোটরসাইকেল পার্কিং করার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যায়, ডাক্তারের এবং হাসপাতালের কিছু কর্মচারীর মোটর সাইকেল এমনভাবে বারান্দার উপর পার্কিং করে রাখা হয়েছে যে, সেখানে সাধারণ রোগী ও দর্শনার্থীদের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে।
এই বারান্দাটি মূলত ইমারজেন্সি ইউনিটে দ্রুত প্রবেশ ও প্রস্থান সুবিধা নিশ্চিত করার জন্য ব্যবহার হওয়ার কথা থাকলেও এখন তা যেন পার্কিং জোনে রূপ নিয়েছে। ফলে অ্যাম্বুলেন্স থেকে নামানো রোগীদের হুইলচেয়ার কিংবা স্ট্রেচারে নেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে বয়স্ক, প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য এ অবস্থান প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার অবহিত করলেও পার্কিংয়ের বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স জানান, “আমাদের অনেক সহকর্মী নিজের সুবিধার জন্য বারান্দায় গাড়ি রাখে, অথচ জানে এটি রোগীদের চলাচলের প্রধান পথ।”
জনগণের দাবী, দ্রুত এই অব্যবস্থার নিরসন করতে হবে এবং হাসপাতাল চত্বরে আলাদা পার্কিং জোন নির্ধারণ করতে হবে যাতে জরুরি সেবার গতি ব্যাহত না হয়। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একটি হাসপাতালের জরুরি বিভাগ রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। সেখানকার চলাচলে বাধা মানে মানুষের জীবন নিয়ে খেলা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এটি শুধু ভোগান্তি নয়, ভবিষ্যতে বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারে।
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com