মোঃ বিজয় চৌধুরী
খুলনা শহরের রয়্যাল মোড় এলাকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর রেকসোনা কালাম লিলি। স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি একাধিক দোকান মালিকের কাছে নিয়মিত চাঁদা দাবি করছিলেন লিলি। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ভুক্তভোগীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। এক ব্যবসায়ী সাহস করে থানায় লিখিত অভিযোগ করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে সাবেক এই জনপ্রতিনিধিকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “রেকসোনা লিলি রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আমাদের নজরে এসেছে।”
এলাকাবাসীর অনেকেই জানান, তিনি কাউন্সিলর থাকাকালীন সময়েও তার প্রভাব কাজে লাগিয়ে দোকানিদের কাছে মাসিক ভিত্তিতে টাকা আদায় করতেন। কেউ চাঁদা না দিলে ব্যবসায়িক পরিবেশ অশান্ত করে তোলা হতো।
তবে, লিলির পরিবারের দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। তারা বলছেন, “তিনি কোনো অপরাধে জড়িত নন। তাকে ফাঁসানোর জন্য একটি মহল সক্রিয় হয়েছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর লিলিকে আদালতে উপস্থাপন করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। যদি অপরাধের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর রয়্যাল মোড় এলাকায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, “এখন অন্তত কিছুটা নিরাপদে ব্যবসা চালানো যাবে।”
সম্পাদক ও প্রকাশক বাহাদুর চৌধুরী, সহসম্পাদক মেহেদী হাসান হৃদয়,
অফিস : চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান , চরফ্যাশন, ভোলা। মোবাইল: ০১৩২৩০০২৩৭৭,০১৬১০০৯৩৬২২ ইমেইলঃ dainikdakshineroporadh@gmail.com